চকের বদলে রং-পেনসিল, ফেরত ২০ লাখ ডলার!

চকের বদলে রং-পেনসিল, ফেরত ২০ লাখ ডলার!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির প্যারাম্যাটা সিটি কাউন্সিলকে প্রায় ২০ লাখ অস্ট্রেলীয় ডলারের ভর্তুকি গুনতে হতে পারে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে পার্কিং জরিমানা বাবদ আদায় করা এই অর্থ ফিরিয়ে দিতে হতে পারে জনগণকে। আর এই বিশাল অর্থের লোকসানের একমাত্র কারণ চকের জায়গায় মোমের তৈরি রং-পেনসিল ব্যবহার করা। পশ্চিম সিডনির প্যারাম্যাটা সিটি কাউন্সিলের আওতাধীন পার্কিং পরিদর্শকেরা আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি কোনো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকলে জরিমানা করে। আর জরিমানা করার সময় গাড়িটি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিল তা চাকায় রং-পেনসিল দিয়ে চিহ্নিত করে দেয়। আর সেখানেই হয়েছে যত ঝামেলা।…

বিস্তারিত