ফেসবুকে কোনটা আসল এবং কোনটা ‘ফেক’ অ্যাকাউন্ট ?

সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আর কেউ ভাবতেই পারে না ৷ দিনে সময় পেলেই টাইমলাইনে অন্যদের আপডেটস, নিজের ছবি এবং স্টেটাস পোস্ট বা মেসেঞ্জারে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে সবারই ভাল লাগে ৷ আবার সোশ্যাল মিডিয়া চ্যাটিংয়ে রয়েছে বেশ কিছু বিপদও ৷ কারণ অবশ্যই ফেক প্রোফাইল ৷ ফেসবুক-টুইটারে রয়েছে অসংখ্য ফেক প্রোফাইল ৷ তাতে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুর প্রোফাইলটি আসল না নকল ? সেটা বোঝাটাও একটা কঠিন বিষয় ৷ তবে বেশ কিছু উপায় রয়েছে, ফেক প্রোফাইল বোঝার ৷ সেগুলো কী দেখে নিন একবার- ১। প্রোফাইল পিকচার- বেশ কিছু ছবি আছে যা অনেক…

বিস্তারিত