বগুড়ার শেরপুরে রাস্তায় ধানের হাট যানযটের সৃষ্টি ॥ বিড়ম্বনায় জেএসসি পরীক্ষার্থীরা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি সময় সকাল ৯ টা। জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী গাড়িটি ছুটছে পরীক্ষা কেন্দ্রের দিকে। বাড়ি থেকে বেরিয়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। হঠাৎ বিরতি। তাদের মনের আশা ছিল তারা সময়মত তাদের গন্তব্যে পৌছাবে। কিন্তু হঠাৎ তাদের অনেক সময় ক্ষেপন হয়ে গেল বগুড়ার শেরপুর-ধুনট সড়কের মাদ্রাসাগেট এলাকায়। কারন সেখানে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাস্তার উপরে ধানের হাট লাগে। আর এতেই বিড়ম্বনার স্বীকার হচ্ছে সবাই। শেরপুর পৌর এলাকার হাট পেরিফেরির জায়গায় ধানের হাট না বসিয়ে মাদ্রাসাগেট এলাকায় অপরিকল্পিতভাবে ধানের হাট বসায় রাস্তায় যানযটের সৃস্টি হয়েছে। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরীজিবীসহ জন সাধারণেরা…

বিস্তারিত