বরিশাল নদীর তীরে শীতে কাপঁছে বেদে সম্প্রদায়

বরিশাল নদীর তীরে শীতে কাপঁছে বেদে সম্প্রদায়

মোঃ শহিদুল ইসলাম: নাগরিকত্ব থাকলেও নেই কোন নাগরিক অধিকার,শীতে মানবেতর জীবনযাপন করছে বরিশালের বেদে সম্প্রদায়ের মানুষেরা। বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর ও সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন তালতলী এলাকায় বেদে সম্প্রদায় মানুষদের খবর রাখে না কেউ। অভিযোগ ভাসমান নৌকায় বসবাসরত বেদে পল্লী জনগোষ্ঠীর। দুই এলাকা মিলিয়ে প্রায় ৬৫টি পরিবারের ৪৫০ বেদে সম্প্রদায়ের মানুষ বসবাস করে কীর্তনখোলা ও তালতলী চরবাড়িয়া পাশে অবস্থিত নদীতে। শুধু দুই এলাকায় নয় বরিশালের বিভিন্ন এলাকায় তাদের দেখা যায় করুন অবস্থায় রয়েছে। নদীরতীরে গেলে দেখা মেলে নৌকাতে পলিথিন দিয়ে মোড়ানো কাঠের ছাউনি তাদের জরাজীর্ণ বসতি।…

বিস্তারিত