তিমি মাছের ‘বমি’র দাম দুই কোটি, বিক্রি করতে গিয়ে গ্রেফতার

ভারতে তিমি মাছের বমি (whale vomit) বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাহুল দুপারে নামে ৫৩ বছরের এক ব্যক্তি। মঙ্গলবার মুম্বাই থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১.৩ কেজি তিমি মাছের বমি উদ্ধার করা হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ২.০৫ কোটি টাকা! দীর্ঘদিন ধরেই প্রায় ১.৩ কেজি তিমি মাছের বমি (whale vomit) জমিয়েছিলেন তিনি। তবে এই বমি এক বিশেষ প্রজাতির তিমি মাছের বমি যার পোশাকি নাম অ্যাম্বারগ্রিস (ambergris)। অ্যাম্বারগ্রিস (Ambergris) হ’ল একজাতীয় মোমের মতো পদার্থ যা শুক্রাণু তিমির (sperm whale) অন্ত্র থেকে নির্গত হয়। সাধারণত ক্রান্তীয় সমুদ্রে (tropical…

বিস্তারিত