ব্রেস্ট ক্যান্সার কীভাবে বুঝবেন?

ব্রেস্ট লাম্প বা ব্রেস্টে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়।তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও ব্রেস্টে বিভিন্ন কারণে চাকা হতে পারে। ব্রেস্টে চাকা হবার কিছু কারণ রয়েছে। ফাইব্রএডিনসিস সাধারণত ২৫-৩৫ বছর বয়সে হয়ে থাকে।এর কারণে মাসিকের আগে বুকে চাকা চাকা এবং ব্যাথা অনুভব হয়,যা মাসিক হওয়ার পর কমে যায়। মাসিকের সময় যে হরমোন নিঃসরিত হয় তার কারণে ব্রেস্টের টিস্যুতে কিছু পরিবর্তন হয়,ফলে এই ধরনের অনুভুতি হয়। ফাইব্রএডিনোমা এটি একটি বিনাইন লাম্প। ১৫ থেকে ২৫ বছর বয়সে বেশি হয়।সাধারণত হঠাৎ করে বুকে এই চাকা ধরা পরে…

বিস্তারিত