ভারতের চত্রিশগড়ে বন্দুকযুদ্ধে ১৪ মাওবাদী নিহত

ভারতের চত্রিশগড়ে সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ মাওবাদী নিহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, সুকমা জেলার কোনটা ও গোল্লাপাল্লি গ্রামের মধ্যবর্তী জঙ্গলে অভিযান পরিচালনা করার সময় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বাস্তার রেঞ্জে পুলিশের মহাপরিদর্শক বিবেকানন্দ সিনহা বলেন, নিরাপত্তা বাহিনীর একটি দল ওই জঙ্গলে অভিযান চালাচ্ছিলেন। ওই সময় মাওবাদীরা গুলি ছুড়লে তার জবাবে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। অভিযানে ঘটনাস্থল থেকে ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আশেপাশের এলাকায় মাওবাদীদের সন্ধানে এখনো অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত