জাপানে শনিবারের ভূমিকম্পে কয়েক সেকেণ্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে ২০০ মিটার দীর্ঘ আসো-ওহাহি সেতু। খরস্রোতা কুরকাওয়া নদীর ৮০ মিটার উপরে ১৯৭১ সালে মিনামো-আসো গ্রামে নির্মিত এ সেতুর উপর দিয়েই কিয়েতো বিশ্ববিদ্যালয়, আসো বিশ্ববিদ্যালয় ও অগ্নুৎপাত বিষয়ক একটি গবেষণাগারে যেতে হয়। স্থানীয়রা জানান, মাত্র কয়েক সেকেণ্ডে এত বড় স্থাপনা ধসে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তার হতবাক হয়ে পড়েছেন। “এটি সত্যিই অকল্পনীয়। মাত্র কয়েক সেকেণ্ডে একটি সেতু এভাবে হারিয়ে যায়!” বিস্ময় ঝরে আসো শহরের বাসিন্দা মিয়াজুকি তাকানার। একটি নিত্যপণ্যের দোকানে খণ্ডকালীন এ চাকুরে জানান, ভূমিকম্পের কিছুক্ষণ আগেই নিজের বাড়ি আসার…
বিস্তারিত