আমরা পৃথিবীর ভূমণ্ডলের একদম ওপরের স্তরে—মাটিরও ওপরে থাকি। আমাদের পায়ের নিচের মাটিও বেশ নরম। মাটি খুঁড়ে গভীরে যেতে থাকলে কিন্তু ভীষণ মজা হয়। খুঁড়তে খুঁড়তে কখনো পাওয়া যায় পানি, আবার কখনো পাওয়া যায় কঠিন পাথর। ভূমিকম্পের কারবার এই কঠিন পাথরের স্তরে। এই স্তরে অবশ্য টুকরো টুকরো পাথর থাকে না। প্রচণ্ড চাপে পাথরগুলো একটা বিশাল পাথরের চাঁই হয়ে যায়। সে যে কত বিশাল, তা চিন্তাও করা যায় না। একেকটা চাঁইতে অনেক ঢাকা শহরেরই ঠাঁই হয়ে যাবে, এমনি বড় সেগুলো। এই পাথরের চাঁইগুলোকে বলে প্লেট। এই প্লেটগুলো যখন একটা আরেকটার গায়ে ধাক্কা…
বিস্তারিত