মহম্মাদপুরে মধুমতি নদীতে দেড় কিলোমিটার অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করলেন এসিল্যান্ড।

মহম্মাদপুরে মধুমতি নদীতে দেড় কিলোমিটার অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করলেন এসিল্যান্ড।

মহম্মাদপুর ( মাগুরা) প্রতিনিধি। মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর দেউলি এলকায়  পদ্মার শাখা মধুমতি নদীতে প্রায় দেড় কিলোমিটার  আড়াআড়িভাবে বাঁশের অবৈধ বেড়া দিয়ে মাছ শিকার  করছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র।   নদীর এই এলাকায় ঐ চক্রটি কয়েক বছর ধরেই এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে। বাঁধ দেওয়ার সঙ্গে নদীর দুই পারের ফরিদপুরের বোয়ারমারি ও মাগুরা উভয় জেলার লোকজন জড়িত। এ বিষয়ে খবর পেয়ে মহম্মদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট   হরেকৃষ্ণ অধিকারী মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বাঁধ অপসারণ করেন। অভিযানের সময়  তার সাথে উপজেলা মৎস বিভাগের কর্মকর্তা ও মহম্মাদপুর থানা…

বিস্তারিত