মাইক্রোএলডি মডিউলার টিভি দেখালো স্যামসাং

সিইএস ২০১৯-এ নতুন মাইক্রোএলডি মডিউলার টিভি দেখিয়েছে স্যামসাং। এক দশকের বেশি সময়ে মাইক্রোএলইডি হলো টিভির জন্য নতুন পর্দার প্রযুক্তি। শীঘ্রই ওলেড এবং এলসিডি পর্দার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামতে পারে এটি। স্যামসাংয়ের দেখানো ৭৫ ইঞ্চি মাইক্রোএলডি টিভিই সবচেয়ে ছোট টিভি যেখানে ৪কে রেজুলিউশান রয়েছে। যদিও ওলেড এবং এলসিডি পর্দার রেজুলিউশান ইতোমধ্যেই ৮কে হয়েছে। নতুন মাইক্রোএলইডি পর্দায় ছোট ছোট আলাদা লাখো পিক্সেলের সাহায্যে একটি এলডি তৈরি করা হয়। এরপর আলাদা আলাদা এলডি জুড়ে তৈরি হয় টিভির বড় পর্দা। স্যামসাংয়ের দাবি, ওলেডের মতোই ভালো মানের ছবি দেখাবে নতুন মাইক্রোএলইডি টিভি। এ ছাড়া দারুণ উজ্জ্বলতার…

বিস্তারিত