যানজট কমাতে ৩৬০ কোটি টাকায় ভুল টানেল নির্মাণ

যানজট কমাতে ক্রোয়েশিয়ার দক্ষিণে পাহাড়ের ভেতর দিয়ে একটি টানেল নির্মাণ করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, ৪৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে টানেলটি ভুলভাবে তৈরি করা হয়েছে। আরটিএল ক্রোয়েশিয়ার এক খবরে বলা হয়, একটি পাহাড়ের ভেতর দিয়ে টানেলটি নির্মাণ করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল, ওমিস শহরের যানজট কমাতে বাইপাস তৈরি করা। ওমিস ব্রিজ নামের একটি স্থানে টানেলের মুখ বের হওয়ার কথা। বলা হয়েছিল, এর ফলে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। টানেলের কারণে শহরের ট্রাফিক জ্যাম কমবে বলেও মনে করা হয়েছিল। ছয় বছর আগে টানেলটির নির্মাণ…

বিস্তারিত