মেয়েদের অনুশীলনে রাখতে বাফুফের নতুন উদ্যোগ

মাঠে মেয়েদের ফুটবল নেই। ফুটবলার চলে গেছেন যে যার বাড়িতে। তবে মেয়েদের অনুশীলনের মাঝে রাখতে এবার উদ্যোগ নিয়েছে বাফুফে। শারীরিক ও টেকনিক্যাল ফিটনেস বজায় রাখতে ‘মেইক ইট কাউন্ট’ নামে কর্মসূচি আয়োজন করেছে বাফুফে। কোচ গোলাম রব্বানী ছোটন, মাহবুবুর রহমান , সুইনি প্রু ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে মেয়ে খেলোয়াড়দের নির্দিষ্ট বয়সের আলাদা ক্যাটাগরি করা হচ্ছে। তারা অংশ নিবেন এই কর্মসূচিতে। সার্বিক দিক তত্ত্বাবধান করবেন বাফুফের নারী উইয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়া, মেয়েদের কোচিংকে উৎসাহিত করতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোচিং কোয়ালিফিকেশন কোর্সের আয়জন করছেন সুইনি প্রু মারমা।

বিস্তারিত