রূপগঞ্জ প্রতিনিধি : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে জমি ও ঘর প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ঘর ও জমির মালিকানা কাগজ হস্তান্তর উদ্বোধন করেন। পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উপকারভোগীদের নিকট চাবিও কবুলিয়াত সনদ হস্তান্তর করেন। নীল টিনের চালা। ছোট ছোট ঘর। শীতলক্ষ্যা নদের তীর ঘেঁষা এমন সুন্দর সুসজ্জিত ঘরগুলো যে কারো মন কাড়বে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রূপগঞ্জ উপজেলায়…
বিস্তারিত