রেকর্ড!

সদ্য প্রকাশিত ভিডিওটি দিয়ে ‘নায়ক’ ইমরান প্রথমেই চমকে দিলেন ‘রোবট’ সেজে। অন্যদিকে পিছিয়ে নেই ‘গায়ক’ ইমরানও। গানটি ইউটিউবে প্রকাশের ঠিক দুই দিনের মাথায় অতিক্রম করলো এক মিলিয়ন ভিউয়ের ঘর! যা দেশীয় সংগীত বাজারে সবচেয়ে বিস্ময়কর হয়ে ধরা দিলো আজ (৮ ফেব্রুয়ারি) সকাল নাগাদ। ৫ ফেব্রুয়ারি রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ইমরানের গান-ভিডিও ‘এমন একটা তুমি চাই’। যেটি প্রকাশের পর থেকেই ভাইরাল হয় অন্তর্জালে। অবশেষে অংকের বিচারেও সেটি রেকর্ড গড়লো ইউটিউব ভিউতে।গানটির কথা, সুর, কণ্ঠের পাশাপাশি এর গল্পনির্ভর ভিডিও শৈলী মুগ্ধ করেছে শ্রোতা-দর্শকদের।ইমরান জানান, বাংলাদেশের প্রথম কোনও গান-ভিডিও এটি যা…

বিস্তারিত