রোনালদোকে পেয়ে লাভবান ইতালি

চাপ কি টের পাচ্ছেন রোনালদো? এক মাস হয়ে গেছে, রিয়াল মাদ্রিদের সাদা জার্সিটা ভুলে জুভেন্টাসের ডোরাকাটা জার্সি গায়ে চাপিয়েছেন। এখনো নতুন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নামা হয়নি। কিন্তু তাঁর কাছে সমর্থকদের প্রত্যাশা টের পাওয়া যাচ্ছে এর মধ্যেই। জুভেন্টাসের ‘বি’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেই শুনতে হয়েছে দাবিটা—চ্যাম্পিয়নস লিগটা এনে দিতে হবে। লোথার ম্যাথাউস অবশ্য দাবি-টাবির ঝামেলায় যাননি। সরাসরি বলেই দিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর আবির্ভাবে শুধু জুভেন্টাস নয়, লাভবান হবে পুরো ইতালিয়ান লিগ। এত বড় এক তারকা এ লিগের ফুটবলের মান যেমন বাড়িয়ে দেবে, মানুষের আগ্রহ যেমন বাড়াবে, ঠিক তেমনি…

বিস্তারিত