রোমান্টিক তাসকিন, সঙ্গে শাহতাজ

দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান। ছবিটি দেখার পরই নীল চোখের এই যুবকের প্রতি অনেকেরই আগ্রহ জমেছে। তার সেই ভক্তদের জন্য এবার আরও একটি কাজ দেখার সুযোগ এলো। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিও। সেখানে মডেল শাহতাজকে নিয়ে হাজির হয়েছেন তাসকিন।‘ঢাকা অ্যাটাক’-এর ভয়ংকর তাসকিনকে এখানে পাওয়া গেছে পুরোটাই উল্টো চরিত্রে। গানে এসেছেন রোমান্টিক এক যুবক হয়ে।ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন যৌথভাবে অদিত, হাসিব ও দোলা।…

বিস্তারিত