‘হিগুয়েইন শেষ, সময় এখন ইকার্দির’

'হিগুয়েইন শেষ, সময় এখন ইকার্দির'

মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা লিওনেল স্কালোনি। রাশিয়া বিশ্বকাপের পর আর তার দলে সুযোগ পাননি সাবেক রিয়াল-জুভেন্টাসের স্ট্রাইকার হিগুয়েইন। এছাড়া আগুয়েরো-ডি মারিয়াকেও ডাকা হয়নি দলে। আর্জেন্টিনার আক্রমণের দায়িত্ব পালন করছেন মাউরো ইকার্দি, পাউলো দিবালা-গিওভান্নি সিমিওনেরা। আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার বাতিস্তার মতে, আর্জেন্টিনা দলে ইকার্দিই ঠিক আছেন। আর্জেন্টিনার ইতিহাস সেরা স্ট্রাইকারদের একজন এই বাতিস্তা। জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার একজন পরিপূর্ণ স্ট্রাইকার বলা হয় তাকে। তার কাছে প্রশ্ন রাখা হলো কোপা আমেরিকা সামনে রেখে স্ট্রাইকার হিসেবে ভালো কে হবেন।…

বিস্তারিত