সুনামগঞ্জের তাহিরপুরে কেটে দেয়া বাঁধ সংস্কার করা হয়েছে,কূষক প্রানে স্বস্তির নিঃশ্বাস

সুনামগঞ্জের তাহিরপুরে কেটে দেয়া বাঁধ সংস্কার করা হয়েছে,কূষক প্রানে স্বস্তির নিঃশ্বাস

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)  প্রতিনিধি # সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের কেটে দেয়া নাউটানা বাঁধ সংস্কার করেছে প্রশাসন ও এলাকাবাসী। এতে রক্ষা পেয়েছে এক হাজার হেক্টর জমির ধান। শুক্রবার(২৭ এপ্রিল)  বিকাল থেকে শত শত কৃষক, শ্রমিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাঁধটির সংস্কারের জন্য কাজ শুরু করেন। শনিবার(২৮এপ্রিল) সকাল ১০ ঘটিকার দিকে তারা ভাঙ্গা বাঁধে বাঁশ, বস্তা, চাটাই ও মাটি দিয়ে পানি প্রবেশের পথটি বন্ধ করেছেন। বাঁধটি সংস্কার হওযায় এই হাওর পাড়ের কৃষক কুলের প্রানে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে।  তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা…

বিস্তারিত