সুন্দরবনে বাঘের থাবা থেকে বেঁচে ফিরলেন লাল মিয়া!

মেহেদী হাসান, করমজল (সুন্দরবন) থেকে ফিরে:- প্রাণীদের আক্রমণের সবচেয়ে ভয়াবহতম হিসেবে বাঘের আক্রমণকে ধরা হয়। যদিও এটা সম্পুর্ণ বেআইনি যখন আপনি যথাযথ প্রস্তুতি এবং অনুমতি ছাড়া বনের ভেতর ঢুকবেন, কিন্তু কিছু মানুষ এর মাধ্যমেই নিজেদের জীবিকা আহরণ করে বেচে থাকে। এমনি এক মানুষ হলেন  মোংলার কানাইনগর গুচ্ছগ্রামের লাল মিয়া যিনি সুন্দরবনের পাশের একটা গ্রামে বসবাস করেন। আমরা সবাই জানি সুন্দরবন হলো বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি। আর বাঘের আক্রমণের গল্পের জন্য এই বন বেশ বিখ্যাত। লাল মিয়া এমন এক আক্রমণের শিকার এবং সেখান থেকে বেচে ফিরেছেন। লাল মিয়া জানান, ঘটনাটা…

বিস্তারিত