কিছুদিন আগেই দীর্ঘদিনের বান্ধবী ব্রুনার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তবে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে সময় নিলেন না পিএসজি তারকা নেইমার। ব্রাজিলিয়ান অভিনেত্রী জিওভান্না লান্সেলোত্তি-র সঙ্গে এবার নেইমারের নাম জড়িয়ে গুঞ্জণ শুরু। পিএসজি তারকার সঙ্গে বান্ধবী বিচ্ছেদের জন্য দায়ী করা হচ্ছে বছর ২৫-এর জিওভান্নাকেই। জাতীয় দলের জার্সিতে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেইমারের ছিলেন লন্ডনে। সেখানেই দেখা গেছে নতুন কপোত-কপোতিকে। জিওভান্নার ছবিতে কমেন্ট করে নেইমার জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক নিয়ে জল্পনার ঝড় উঠতে চলেছে। নেইমারের ‘আশঙ্কা’কে সত্যি প্রমাণ করে শুরু হয়েছে গুঞ্জণ। কে এই জিওভান্না? ব্রাজিলিয়ান এই মডেল আসলে অপেরায় অভিনয় করেন। তিনি…
বিস্তারিত