রায়ের প্রত্যায়িত কপি, জামিন আদেশ থেকে শুরু করে কোনো নথিপত্র সংগ্রহ ছাড়াও যে কোনো সেবা পেতে সুপ্রিম কোর্টে ঘুষ না দিলে কোনো কাজ হয় না। কোনো মামলার রায়ের সত্যায়িত কপি পেতে ৩’শ টাকা নির্ধারিত ফি থাকলেও এজন্যে বাড়তি অর্থ দিতে হয়। এ্যাপেক্স কোর্টের বিভিন্ন শাখায় একই অবস্থা। একজন কর্মচারী জানান ঘুষ ছাড়া কোনো কাগজপত্র বের করা প্রায় অসম্ভব। আইনজীবী, তার অধিনস্ত কেউ, অফিস সহকারি এমনকি সেবা গ্রাহককে এধরনের ঘুষ প্রদানে বাধ্য করা হয়। কোনো অভিযোগ দাখিলেও ঘুষ লাগে। এধরনের অভিযোগ দায়ের নামমাত্র নির্ধারিত ফি থাকলেও তা দিলেও কোনো কাজ হয়…
বিস্তারিত