সুবিধাবঞ্চিত শিশুদের জার্সি উপহার দিলেন মানে

সুবিধাবঞ্চিত শিশুদের জার্সি উপহার দিলেন মানে

দক্ষিণ সেনেগালের হতদরিদ্র গ্রাম বামবোলিতে জন্ম নেওয়া সাদিও মানে বর্তমানে বিশ্ব ফুটবলে এক অন্যতম তারকা। লিভারপুলের হয়ে খেলা এই ফুটবলার এই গ্রীষ্মে নিজের জার্সি নাম্বার পাল্টে ফেলেছেন। লিভারপুলে আগের ১৯ নাম্বার জার্সির বদলে এখন সেনেগালের তারকা এই ফরোয়ার্ডের গায়ে ১০ নাম্বার জার্সি শোভা পাচ্ছে। গত জুলাইয়ে নিজের জার্সি নাম্বার পাল্টে ফেলার সিদ্ধান্ত নেন মানে। তার ক্লাব লিভারপুলও এই সিদ্ধান্তে একমত হয়। কিন্তু তার ভক্তরা ততদিনে তার আগের ১৯ নাম্বার জার্সি কিনে ফেলে। তবে কিছু জার্সি স্টকে রয়ে যাওয়ায় সেগুলো এখন শিশুদের নিয়ে কাজ করে কিটএইড নামক সংস্থায় দান করে দেওয়ার…

বিস্তারিত