মাদক সেবন করতেন সুশান্ত এমনটাই দাবি করেছেন শ্রদ্ধা ও সারা। এনসিবির জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন তারা। সারা ও শ্রদ্ধার এমন দাবিতেই বিরক্ত সুশান্তের বন্ধু যুবরাজ সিং। বলেছেন, নজর ঘোরাতে সুশান্তের ঘাড়ে দোষ চাপাচ্ছেন তারা দুজন। ভারতীয় সংবাদমাধ্যমে সুশান্তের বন্ধু যুবরাজ সিং বলেন, সারা ও শ্রদ্ধা সুশান্তের বিরুদ্ধেই মাদক সেবনের অভিযোগ আনছেন। তারা এভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন তারা কিছুই করেননি। যেন রসিকতা হচ্ছে। যুবরাজের আরও অভিযোগ, সারা ও শ্রদ্ধার খুব ভালো করেই জানেন, মাদকচক্র তারা জড়িত প্রমাণ হলে আইনে তাদের গুরুতর শাস্তি হতে পারে। সে কারণেই সুশান্তের উপর দোষ…
বিস্তারিত