টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মামুদনগর পোষ্ট কামারী রাস্তার ফরিদ সিকদারের বাড়ির নিকট ২০ ফুট ব্রীজটি কোন উপকারে আসছে না জনগনের। ব্রীজের দু পাশে মাটি না থাকায় শুকনো কিংবা বর্ষা মৌসুমে এই ব্রীজের কোন সুফল ভোগ করতে পারছে না এলাকার জনগন। ফলে চার গ্রামের জনসাধারনের গলার কাটা হয়ে দাড়িয়েছে এ সেতুটি। জানা যায়, উপজেলার মামুদনগর পোষ্ট কামারী রাস্তার ফরিদ সিকদারের বাড়ির নিকট ২০ ফুট ব্রীজটি দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ২০১৫-১৬ অর্থ বছরে ১৫ লাখ ৯১ হাজার ৭৬৯.২৮ টাকা ব্যয়ে নির্মান করে মেসার্স এমডি জিল্লুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি ২০১৬…
বিস্তারিত