প্রস্তুতিটা ভালোই হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের। টানা তৃতীয় ম্যাচেও বড় জয় পেলো পারসিয়ানরা। সেল্টিক হারলো ৪-০ গোলে। নেইমার-এমবাপ্পে ম্যাজিক দেখলো পার্ক দ্য প্রিন্সেসের ৫ হাজার দর্শক। আবারো ফুটবল ফিরেছে পার্ক দ্য প্রিন্সেসে, আবারো মাঠ ভর্তি দর্শক। করোনাকালে ছবিটাকে অনেকটাই নিয়মিত বানিয়ে ফেলেছে ফরাসীরা। টানা তৃতীয় দিনে ৫ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিলো তারা। স্বাস্থ্যবিধি মেনে যারা উপভোগ করলেন নেইমার এমবাপ্পে ইকার্দিদের ফুটবল ম্যাজিক। হঠাৎ করেই লিগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলো পিএসজি। শিরোপা ঘরে আসলেও, ফুটবলারদের ফিটনেস এবং অনুশীলন নিয়ে চিন্তা ছিলো থমাস টুখেলের। তাই তো, একের পর এক…
বিস্তারিত