‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবি

অবিলম্বে নদীর সিকস্তি অঞ্চলে ডিএস, সিএস, এসএ, আরএস রেকর্ড ও চিটার ভলিউম দেখে প্রজাস্বত্ব বহাল ও খাজনা-খারিজ চালুসহ সাত দফা দাবি জানিয়েছে ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটি। শুক্রবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কমিটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। তাদের অন্য দাবিগুলো হচ্ছে— ভূমি আইন ২০২০-এ সিকস্তি জমিতে প্রজাস্বত্ব বলবৎ থাকার সময়সীমা ৩০ বছর তুলে দিয়ে যখনই চর জেগে উঠবে তখনই চলতি কর পরিশোধ-সাপেক্ষে প্রজাস্বত্ব বহাল হবে মর্মে আইন করা; বিশেষজ্ঞ সমীক্ষা, নদীর সীমানা নির্ধারণ, ক্ষতি পূরণের ব্যবস্থা, পাড় ঢালু সঠিক রেখে নদী…

বিস্তারিত