আগামীকাল উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস

মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি : আগামীকাল ১৩ নভেম্বর মঙগলবার হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আল বদরের সহযোগিতায় ”মুক্তাঞ্চল” হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ১৫টি গ্রাম ৭ শত নারী পুরুষ ও শিশুদের দাগারকুঠি বধ্যভুমিতে জড়ো করে পাখির মত গুলি করে ও বেনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। ধর্ষন করে শত শত নারীকে। ফিরে যাওয়ার সময় জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম । ওই দিন পাক হানাদার বাহিনীর নির্যাতন ও নৃশংসতা প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, নওয়াব আলী,আবুল কাশেম…

বিস্তারিত