আজকের সোনার বাজার

লাগাতার কয়েকদিন পতনের মুখে থাকার পর আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে সোনা। বিশ্ববাজারে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতি আউন্স সোনা বিক্রি হতে দেখা যায় ১৯৪৬.৩৫ ডলারে। যা আগের দিনের সবশেষ দামের চেয়ে ৪.৮৪ ডলার বেশি। এর আগের দিন ১৩ সেপ্টেম্বর ১৯৪১.৫১ ডলারে থামে মূল্যবান এই ধাতুর লেনদেন।  সোমবার বিকেল পর্যন্ত বিশ্ববাজারে সর্বনিম্ন ১৯৩৭.৩৮ ডলারে ও সর্বোচ্চ ১৯৫১.৬৮ ডলারে বেচাকেনা হয় এক আউন্স সোনা। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের…

বিস্তারিত