তিন দশক পর শুশায় আজানের প্রতিধ্বনি

নাগরনো ও কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শুশায় আজারবাইজানের নিয়ন্ত্রণে আসলে প্রায় তিন দশক পর প্রথম বারের মতো তাতে আজান শোনা যায়। গতকাল বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, আজাইবাইজানের একজন সৈন্য সেখানকার বিখ্যাত ইউখারি গোভার আঘা মসজিদের মিনারে ওঠে আজান দেন। ১৯৯২ সালের ৮ মে আর্মেনিয়া সেনাবাহিনী শুশা অঞ্চলটি দখল করে নেয়। নাগরনো ও কারাবাখের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলাকা শুশা। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের বলে স্বীকৃতি। গত ৮ নভেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন, ‘শুশা নগর আর্মেনিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ ২৮ বছর…

বিস্তারিত