আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে তাদের অর্জন

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে তাদের অর্জন

২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণসহ ১৫টি পদক জিতেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। গত ৪ জানুয়ারি ১৯ সদস্যের বাংলাদেশ দল দুটি স্বর্ণ ছাড়াও দুটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও ছয়টি কারিগরি পদক জিতেছে। আমি তানজিন রোবায়েত রোহান, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আজ পরিচয় করিয়ে দেবো দুজন তরুণের সঙ্গে, যারা এই অলিম্পিয়াডে একটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদকসহ দুটি ক্যাটাগরিতে দুটি পদকই জিতেছেন।  কাজী মোস্তাহিদ লাবীব ও নাসিতাত জয়নাহ রহমান। লাবীব পড়ছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ৮ম শ্রেণিতে এবং নাসিতাত পড়ছেন সানবিমস স্কুলের ৮ম শ্রেণিতে। লাবীব এই রোবট অলিম্পিয়াড ২০২০-এ মুভিতে…

বিস্তারিত