আম কেমিক্যাল মুক্ত কিনা চিনবেন যেভাবে

আম কেমিক্যাল মুক্ত কিনা চিনবেন যেভাবে

সুস্বাদু ও পুষ্টিকর ফল আম।  এটি একসঙ্গে প্রচুর পরিমাণে খাওয়া যায়।  আমাদের দেশের প্রায় সবাই আম খেয়ে তৃপ্ত।  কারণ এ দেশের উৎপন্ন হওয়া আমগুলো মিষ্টি ও পুষ্টিতে ভরপুর হয়ে থাকে।  আঁটি ছোট ও পাতলা, খোসা খুব পাতলা এবং রসালো হয়ে থাকে আমগুলো। মজার আম ভিটামিন ও মিনারেলে ভরপুর। এ জন্যই আমকে বলা হয় ফলের রাজা। উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ, হাঁড়িভাঙা, হিমসাগর, ল্যাংড়া আম্রপালি ও ফজলি।  আর সবার শেষে পাওয়া যায় আশ্বিনা ও বারি-৪ জাতের আম। এসব আম আমরা বাজার থেকে কিনে খাই।  কিন্তু বাজার থেকে কেনা আম কেমিক্যাল মুক্ত কিনা…

বিস্তারিত