এই প্রথম চাঁদের অন্ধকার অংশে নামলো রোবটযান, চীনের চমক

চাঁদে মানুষ অনেক আগেই পা রেখেছে৷ কিন্তু চাঁদের যে অংশটি গাঢ় অন্ধকার, সূর্যের আলো পৌঁছায় না, সেই অংশেও এ বার পা রাখলো মানুষ। চীনের দাবি, তারাই প্রথম পৌঁছুলো চাঁদের অন্ধকার অংশে৷ বৃহস্পতিবার চীনের এই দাবি আলোড়ন ফেলে দিয়েছে সারা বিশ্বে। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এই মিশন এক যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করা হয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যমে৷ চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টা ২৬ মিনিটে এভাবেই চাঁদের অদেখা অংশে পৌঁছায় ‘চ্যাং-ই ফোর’ নামের চীনা রোবট যানটি। এর মধ্য দিয়ে প্রথম চাঁদের ‘ভ্যান কারমান ক্যারটারের’ পৃষ্ঠ স্পর্শ করার গৌরব…

বিস্তারিত