ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি পেল ৫ প্রতিষ্ঠান

ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি পেল ৫ প্রতিষ্ঠান

ওয়েট-ব্লু চামড়া রফতানির জন্য পাঁচ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রত্যেকটি প্রতিষ্ঠান ২০ লাখ বর্গফুট করে মোট এক কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানি করতে পারবে। প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, কালাম ব্রাদারস, এএসকে ইনভেস্টমেন্ট, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২) ও আমিন ট্যানারি লিমিটেড। বাণিজ্য মন্ত্রণালয়ের (রফতানি-১ অধিশাখা) আমদানি ও রফতানি নিয়ন্ত্রক দফতরের প্রধান নিয়ন্ত্রককে দেওয়া চিঠিতে এসব প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেওয়া হয়। শনিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী দৈনিক আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি পত্রে প্রতিষ্ঠানগুলোকে…

বিস্তারিত