কঙ্কনার হৃৎপিণ্ড কেন বন্ধ হয়ে গিয়েছিল?

কঙ্কনার হৃৎপিণ্ড কেন বন্ধ হয়ে গিয়েছিল?

চোখের সামনে হঠাৎ সেই মানুষটাকে দেখলে এমনটাই হয়। চাইলেও যে মানুষটাকে আর কাছে পাওয়া সম্ভব নয়, রাস্তায় চলতে চলতে অজ্ঞাতসারে যদি হঠাৎ সেই মানুষটার মুখ চোখের সামনে চলে আসে? হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। তেমনটাই হল কঙ্কনার সঙ্গে। পথ চলতে চলতে হঠাৎ দেখা মিলল প্রয়াত অভিনেতা ইরফান খানের। না, তিনি নেই; ফিরবেনও না। কিন্তু তাকে স্মরণ করার জন্য রয়ে গেছে তার অজস্র কাজ। আর চলচিত্র জগতে তার অবদানকে কৃতিত্ব দিতেই মুম্বইয়ের বান্দ্রায় একটি পুরনো বাড়ির দেওয়ালে তার ছবি আঁকলেন দুই শিল্পী। বিকাশ বন্সাল ও রঞ্জিত দাহিয়া। সেই…

বিস্তারিত