কানাডায় বন্ধ স্কুলের পাশে ২১৫ শিশুর মরদেহ

কানাডায় বন্ধ স্কুলের পাশে ২১৫ শিশুর মরদেহ

কানাডায় সাবেক একটি আবাসিক স্কুলের কাছে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  টিকেমলুপস টি সিকওয়েপেমস নেশন জানিয়েছে, ব্রিটিশ কলোম্বিয়ায় ক্যামলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলটি ছিল আদাবাসী শিশুদের জন্য। এটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। শিশুগুলো ছিল ওই স্কুলেরই শিক্ষার্থী।-খবর রয়টার্সের চুম্বক বিশেষজ্ঞদের মাধ্যমে এই মরদেহগুলোর সন্ধান পাওয়া গেছে। এক বিবৃতিতে টিকেমলুপস টি সিকওয়েপেমসের প্রধান রোসান্নি কাসিমির বলেন, আমাদের মধ্যে একটি জ্ঞান আছে, তা দিয়ে সত্যতা নির্ধারণ করতে পারবো। বর্তমানে আমাদের কাছে জবাবের চেয়ে প্রশ্নই বেশি। কানাডার আবাসিক স্কুল…

বিস্তারিত