কুকুর প্রীতি এবং কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছেন ফখরুদ্দীন!

জন্মের ছয় মাসের মাথায় বাবা তালাক দেয় মাকে। দুখী মা পেট চালাতে হাটবাজারে ময়লাআবর্জনা পরিষ্কারের কাজ নেয়। হাটের অপরিচ্ছন্ন পরিবেশে অনাদরে বসিয়ে রাখতো অবুঝ শিশুকে। ক্ষুধায় কান্না করলে হাতের কাজ ফেলে পান করাতো বুকের দুধ। মা খেয়াল করেন এ শিশু বেজায় ভাব বেওয়ারিশ কুকুরের সাথে। একদিন অবলোকন করেন, আবর্জনার স্তুপের আড়ালে দুই ছানার সাথে মিলে তার শিশুও কুকুরের স্তন চুষছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। এরপর কাজের সময় রাস্তার উপর বসিয়ে রাখা হলেও শিশুটিকে চোখে চোখে রাখা হতো। কিন্তু সুযোগ পেলেই নির্ভয়ে কুকুরের স্তন পান করতো শিশুটি। এ জন্য তাকে…

বিস্তারিত