কুরবানির জন্য সুস্থ পশু যেভাবে চিনবেন | দৈনিক আগামীর সময়

কুরবানির জন্য সুস্থ পশু যেভাবে চিনবেন

আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ইতোমধ্যে যারা কুরবানি করবেন; তারা পশু কিনতে শুরু করেছেন। কেউ কেউ কুরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট কেনার কথা ভাবছেন। পশু কেনার আগে কিছু বিষয়ে অবশ্যই জেনে নেওয়া ভালো। আর তা হচ্ছে- পশুর সুস্থতা নিশ্চিত করা। সুস্থ-সবল পশু চিনবেন কীভাবে? সে ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে সহজেই সুস্থ-সবল পশু চিনতে পারবেন- সুস্থ পশু চেনার উপায় ১. পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় আকৃতির হবে। ২. অবসরে জাবর কাটবে (পান চিবানোর মত)। ৩. কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে।…

বিস্তারিত