কুষ্টিয়ায় অবৈধভাবে ২১টি বালুমহালের বালু উত্তোলন

কুষ্টিয়ায় অবৈধভাবে ২১টি বালুমহালের বালু উত্তোলন

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলার ২১টি বালুমহাল থেকে দিনে অন্তত পাঁচ লাখ ঘনফুট মোটা বালু তোলা হয়। আর এসব বালু যায় খুলনা ও বরিশাল বিভাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে।  এদিকে কুষ্টিয়ায় ২১টি বালুমহালে মামলা জটিলতায় দশ বছর ধরে ইজারা বন্ধ রয়েছে। তবে ইজারা বন্ধ থাকলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। বালু খেকোরা প্রতিনিয়তই সরকারি নিষেধাজ্ঞা অম্যান্য করে স্যালো ইঞ্জিন চালিত ও ড্রেজার মেশিনের মাধ্যমে নদীর ভূগর্ভস্থ থেকে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করে চলেছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।  গত দশ বছরে সরকার অন্তত বালু মহাল থেকে…

বিস্তারিত