কোহলির খাতায় পাঁচ ডাবল শূন্য

নি:সন্দেহে টেস্টের বড় একজন ব্যাটসম্যান তিনি। তারপরও সব দিন তো সমান যায় না। বিরাট কোহলিরও তেমটাই হয়েছে। ক্যারিয়ারে যেমন ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন। বিপরীতে অনেকবার ডাকও মেরেছেন। এখন পর্যন্ত ৮৩টি টেস্টে অংশ নিয়ে পাঁচবার ডাবল জিরো পেয়েছেন তিনি। অর্থাৎ মোট ডাক মেরেছেন দশ ম্যাচে। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে এই প্রথম শূন্যতে আউট হন কোহলি। চারে ব্যাট হাতে নামেন কোহলি। প্রথম বলটা কোনোমতে আটকান তিনি। কিন্তু পরের বলে এলবি। ভারতীয় ক্যাপ্টেনকে পুরোপুরি পরাস্ত করেন আবু জায়েদ রাহি। দারুণ পেসে এলবির ফাঁদে ফেলেন তাকে। যদিও বাংলাদেশ দলের আবেদনে শুরুতে সাড়া…

বিস্তারিত