খুলনায় দুপুরেই নেমেছিল সন্ধ্যা

খুলনায় দুপুরেই নেমেছিল সন্ধ্যা

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-  ভোর থেকেই খুলনার আকাশ স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আর ১১টা বাজতেই চারপাশ অন্ধকার হয়ে আসে। অবস্থা দেখে বোঝা যাচ্ছিল না দিন নাকি সন্ধ্যা। এর কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি ও ঝড়। ঝড়ো হাওয়া আর ব্জ্রপাতের আওয়াজে কান পাতা দায়। সোমবার (৩০ এপ্রিল) সকালের কালবৈশাখীর আঘাতে খুলনার বিভিন্ন এলাকায় গাছে উপড়ে গেছে বলে জানা গেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। আকাশে দিশাহীন কালো মেঘের ওড়াউড়ি। আলগা আলগা দখিনা বাতাস। কিছুক্ষণ যেতে না যেতেই পুরো আকাশজুড়েই ঘন কালো মেঘের ছড়াছড়ি। মেঘ…

বিস্তারিত