খেলোয়াড় কিনেই চলেছে পিএসজি, ভাগ্য ফিরবে কী?

খেলোয়াড় কিনেই চলেছে পিএসজি, ভাগ্য ফিরবে কী?

দলবদলের বিশ্বরেকর্ড গড়ে (২২ কোটি ২০ লাখ ইউরো) ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমার জুনিয়রকে দলে ভেড়ায় পিএসজি। তাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু ইউরোপসেরার মঞ্চে রানার্স-আপ মর্যাদা নিয়েই ফরাসিদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া শক্তিশালী আক্রমণত্রয়ীতেও কাজ হয়নি। আগামী মৌসুমের আগে দলটির ডাগআউট ছেড়েছেন মেসি, সেই পথে আছেন এমবাপেও। তবে এরপর পিএসজি জোরেশোরে ফুটবলার কিনতে শুরু করেছে। পরবর্তী মৌসুমের আগে অন্যরকম এক দল গড়ছে ফরাসি জায়ান্টরা। ইতোমধ্যে দলের গুরুভার দেওয়া হয়েছে সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে। এর আগে থেকে দলের স্কোয়াড শক্তিশালী করতে…

বিস্তারিত