করোনায় প্রাণ হারালেন ইতালির খ্যাতিমান চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইতালির এক খ্যাতিমান চিকিৎসক। উত্তর ইতালিয় ভেরেসের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন তিনি। রবার্তো স্টেলা নামের ওই চিকিৎসকের বয়স ছিল ৬৭ বছর। করোনায় আক্রান্তের কারণে তার শ্বাসযন্ত্রের সমস্যা হয়। রবার্তো স্টেলা ইতালির একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন। ভেরেস নামক শহরের মেয়র তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ইতালির ডক্টরস ও জেনারেল প্রাক্টিশনার্স ফেডারেশন শোক জানিয়েছে। তারা মনে করেন, করোনার কারণে ইতালির যেসব চিকিৎসক ও নার্সরা বিপদের মুখোমুখি হচ্ছেন; তাদের বিষয়ে সরকার খেয়াল রাখবে সরকার। করোনাভাইরাস ইতালিতে মারণ থাবা বসিয়েই চলেছে। প্রাণঘাতী করোনাভাইরাস চীনের পর ভয়ঙ্কর হিসেবে…

বিস্তারিত