গাজীপুর ভাওয়াল জঙ্গলে রমরমা দেহ ব্যবসা!

গাজীপুর ভাওয়াল জঙ্গলে রমরমা দেহ ব্যবসা!

রাজধানীর পাশে গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্দ্যান। প্রায় ৩শ একর জমির উপর বিশাল এই বনভূমি। গাজীপুর মানুষের কাছে শোনাযায় এক সময় এই বনে বাঘ ভাল্লুক সহ বিভিন্ন প্রজাতির পশুর বসবাস ছিলো। বনের ভিতরে চলে অবৈধ্য দেহ ব্যবসা। ১শ থেকে ২শ টাকায় মিলছে নারীদের দেহ। বনের মধ্যে ছোট করে পর্দার আড়ালে হয় এই কাজ। বনের প্রায় ৫ কিঃমিঃ ধরে চলে এই ধরনের কর্মকান্ড। বনবিভাগের প্রতিটি কর্মকর্তারা এই টাকার ভাগ পায়। বনের একটু গভীরে মিলে উঠতি বয়সী তরুণীদের। আর তাদের দামটাও একটু বেশি। পাঠক একুশে টিভির আয়োজনে ‘একুশের চোখ’ অনুষ্টানে তুলে…

বিস্তারিত