গাড়ি চলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে!

প্রযুক্তির সঙ্গে সবকিছু এগিয়ে চলছে দ্রুত গতিতে।প্রায় দিন আমরা শুনতে পাই অনেক সুসংবাদ।প্রযুক্তি আমাদের প্রতিদিনের জীবযাত্রাকে করেছে আরো সহজ। যেমন গাড়িতে চালাতে আমরা সাধারণত চাবি ছাড়া হয় না। কারণ চাবি ছাড়া আপনি গাড়ি চালু করতে পারবেন না।তবে এখন চাবি নয় গাড়ি চলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে! বেশিরভাগ স্মার্টফোনেই রয়েছে এই সিকিউরিটি ফিচার। এ বার গাড়িতেও চাবির বদলে এই সিকিউরিটি ফিচার যুক্ত হতে চলেছে। এবার গাড়িতেও চাবির বদলে এই সিকিউরিটি ফিচার যুক্ত হতে চলেছে। কারণ, Hyundai-এর নতুন গাড়িতে এই প্রযুক্তি যুক্ত হতে চলেছে খুব শীঘ্রই। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা Hyundai মোটর্স…

বিস্তারিত