চলচ্চিত্রে আমজাদ হোসেন একজনই ছিলেন

আমি শুনে খুবই মর্মাহত। আমজাদ ভাইয়ের বেশির ভাগ ছবি করেছিলাম আমি, যেগুলো ছিল মাইলস্টোন। আমজাদ ভাইয়ের সবচেয়ে বড় গুণ ছিল, তাঁর ছবি যেমন পুরস্কৃত হতো, তেমনি বাণিজ্যিকভাবেও আয় করত। মৃণাল সেন পর্যন্ত তাঁর ছবির সাংঘাতিক প্রশংসা করেছেন। চলচ্চিত্রে আমজাদ হোসেন একজনই ছিলেন। ছেলে থাকে বলে এখন অনেক সময়ই আমি কানাডা–আমেরিকায় যাই। এ জন্য আমজাদ ভাইয়ের সঙ্গে কম দেখা হতো। তাঁকে কেউ ভুলতে পারবে না। তিনি একজনই। ছবিতে গ্রামবাংলাকে এত সুন্দর করে তুলে আনতে পারতেন তিনি! আমেরিকা থেকে ফিরে আসার পথে বিমানে আমি আমজাদ ভাইয়ের অসুস্থতার খবর পাই। দেশে ফিরেই তাঁর…

বিস্তারিত