চাইলেই ক্যানসারমুক্ত থাকা যায়

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বর্তমানে ক্যানসার চরম আকার ধারণ করেছে। তবে শুরুতেই এ রোগ চিহ্নিত করা গেলে সহজেই নিস্তার পাওয়া সম্ভব। আসুন, জেনে নিই ক্যানসারের প্রধান লক্ষণগুলো-কাশি ও ব্রঙ্কাইটিস উভয়ই ল্যাং ক্যানসার এবং লিকওমিয়ার সাধারণ ফ্যাক্টর। ব্রঙ্কাইটিস হলে কাশি এবং বুকব্যথা হয় এবং চিকিৎসায় ব্রঙ্কাইটিস ভালোও হয়। যদি তা না হয়, তা হলে বুঝতে হবে ব্যাপারটি ক্যানসারের দিকে যাচ্ছে। বেশিরভাগ কাশি বিপদের কারণ না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুস ক্যানসারের লক্ষণ হতে পারে। বারবার খাবার গিলতে সমস্যা হলে তা ল্যাং ক্যানসার অথবা সার্ভাইক্যালের শুরুর ধাপ হতে পারে। শরীরের কোথাও কোনো…

বিস্তারিত