চিয়ার লিডারবিহীন আইপিএল কেমন হবে?

শনিবার শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৩তম আসর। দেরিতে হলেও ক্রিকেট ফিরছে, ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই খুশি। ক্রিকেট বিশ্বেরও আলাদা নজর থাকে এই টুর্নামেন্টটায়, কারণ বিশ্বের সব বড় বড় তারকাদের পদচারণা থাকে এই প্রতিযোগিতায়। তাছাড়া, গ্ল্যামারের দিক থেকেও বিশ্বের সব ক্রিকেট প্রতিযোগিতা থেকে একেবারে আলাদা আইপিএল। সেই গ্ল্যামার কিংবা টানটান উত্তেজনা কি এবার থাকছে?   করোনা পরিস্থিতিতে আইপিএল হচ্ছে না ভারতের মাটিতে। ৫৩ দিনব্যাপী আয়োজনের পুরোটা হবে সংযুক্ত আরব আমিরাতে। মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। শুরুতেই আমেজ হারাবেন ক্রিকেটাররা। কেবল দর্শকই নন, এবার থাকবেননা চিয়ার লিডাররাও। বাউন্ডারি…

বিস্তারিত