চেন্নাইয়ের নৃত্য উৎসবে বাংলাদেশের মেয়ে

‘অ্যাসোসিয়েশন অব ভরতনাট্যম আর্টিস্ট অব ইন্ডিয়া’-এর আয়োজনে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হয় ‘আভায় প্রবাসী উৎসব’। এ উৎসবে অংশ নেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালী ও মালয়েশিয়ার নৃত্যশিল্পীরা।যেখানে একমাত্র নৃত্যশিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জুয়েইরিয়াহ মৌলি। এ উৎসবে তিনি একক ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন। নৃত্যগুরু কীর্তি রাম গোপালের পরিচালনায় মৌলি পরিবেশন করেন ভরতনাট্যম-এর পুষ্পাঞ্জলি, ভার্ণাম এবং পাদম। চেন্নাই-এর ভরতনাট্যম উৎসবে এই প্রথম বাংলাদেশের একজন নৃত্যশিল্পী ৫০ মিনিটের একটি একক পরিবেশনা উপস্থাপন করলেন। যা এর আগে দেখা যায়নি। ‘আভায় প্রবাসী উৎসব’-এ উপস্থিত দর্শক এবং নৃত্য অনুরাগী মানুষের মন জয় করে নেন মৌলি। তার প্রশংসা করে…

বিস্তারিত