ঝিনাইদহে বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ  ঝিনাইদহ জেলায় বর্ষা মৌসুমে আশনুরুপ বৃষ্টি না হওয়ায় মাঠের পানি শুকিয়ে গেছে। ইংরাজি ১৪ জুলাই বাংলা মাসের আষাঢ়ের ৩০ হলেও ঝিনাইদহে হালকা বৃষ্টির হওয়ার পরে আর ভারী বৃষ্টির দেখা নেই। এখন এখানকার জমিগুলোয় পানি শুকিয়ে যাওয়ার কারনে আমন চাষ চরমভারে ব্যাহত হচ্ছে। এ জেলার কৃষকরা উচুঁ ও মাঝাড়ি উচুঁ জমিতে আষাঢ় মাসের শেষ সপ্তাহ নাগাদ আমন চারা রোপণ করে থাকে। কারণ আগাম আমন ধান কেটে কৃষকরা উক্ত জমিতে আলু ও ভৃট্টার চাষ করে বাড়তি সফল ঘরে তুলে থাকেন। চলতি মৌসুমে মাঠে পানি না থাকায় কৃষকরা…

বিস্তারিত